মোঃ সুমন আলী খাঁন. হবিগঞ্জ ॥ বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামে হামিদা খাতুন (৪০) নামের ৮ সন্তানের এক জননী বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের রিকশা চালক আব্দুল মুকিতের স্ত্রী।
গতকাল বৃহস্পতিবার সকালে সকলের অগোচরে বিষপান করে ছটফট করতে থাকে হামিদা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে বিষ বের না করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হাসপাতালে রিকশা চালক আহাজারী জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর যদি বিষ বের করা হতো তাহলে তার স্ত্রীর মৃত্যু হতো না। সে জানায় ১০ বছর আগে হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামের খলিল মিয়ার কন্যা হামিদা খাতুনকে বিয়ে করে সে। দাম্পত্য জীবনে তাদের ৮ সন্তানের জন্ম হয়। পরিবারের সদস্য সংখ্যা বেড়ে যাওয়ায় সংসারে অভাব অনটন দেখা দেয়। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মাঝে কলহ লেগে থাকতো। গতকাল সকালে সে বিষপান করে ছটফট করতে থাকে। মুকিত যাত্রাপাশা গ্রামের আব্দুল আলীর পুত্র।