মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার বিকেলে পাটুলি গ্রামে এক আলোচনা ও যোগদান সভা অনুষ্টিত হয়। মোঃ কুতুব উদ্দিন মেনু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মাধবপুর পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক ও বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, বুল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মিছির উদ্দিন , ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মর্তুজ আলী, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক কবীর চৌধুরী, বুল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি রফিক মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মীর আহাম্মদ, সার্বিক তত্তাবধানে ছিলেন বিএনপির নেতা ইমতিয়াজ আব্দুল্লা কয়েস।পরে সর্ব সম্মতিক্রমে মোঃ কুতুব উদ্দিন মেনু কে সভাপতি, আব্দুল হান্নান চৌধুরী লাল মিয়া কে সেক্রেটারী ও রতন মিয়া কে সাংগঠনিক সম্পাদক করে ওয়ার্ড কমিটি গঠন করা হয়। সভায় রতন মিয়ার নেতৃত্বে ২০ জন বিএনপিতে যোগদান করেন।