প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম সোহেলের পিতা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল ওয়াদুদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
রবিবার সংবাদপত্রের প্রেরিত বিবৃতিতে শোক প্রকাশ করেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এমদাদুল হাসান শাহীন, সহ সভাপতি আহবাব হোসেন জুয়েল, মফিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নোয়াজ আলাম রাজু, সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান পুলক, শিহাব আহমেদ ও এনামূল হাসানসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ডাঃ আব্দুল ওয়াদুদ রবিবার দুপুর আড়াইটায় হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে যান। আজ সকাল সাড়ে ১০টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তি