ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০১৭-১৮ মৌসুমে প্রনোদনা ও কৃষি পুর্নবাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিজ(সরিষা,ভুট্টা,ধান ) ও রাসায়নিক সার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে ।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ প্রঙ্গনে নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ ১(নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল,সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,সদর ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু প্রমুখ ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিন,অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াত করেন সরাজ আলী,গীতাপাঠ করেন অলক কুমার চন্দ্র। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রান্তিক চাষীদের মধ্যে প্রায় সাড়ে ৫শ’জন কৃষককে বিজ,সার বিতরণ করা হয় ।