নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে ৩ ফার্মেসী মালিককে ১০ হাজার ৫শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক অতিরিক্ত দায়িত্ব (হবিগঞ্জ) মো. আল-আমিন এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, চুনারুঘাট বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে গুলজার মেডিসিন হলকে ৪ হাজার, শুয়েব ফার্মেসিকে ৩ হাজার ও মদিনা মেডিসিন ফার্মেসিকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন চুনারুঘাট থানার একদল পুলিশ।