আজিজুল হক সানু, বাহুবল (হবিগঞ্জ) ॥ হবিগঞ্জের বাহুবলে বৃহস্পতিবার দিনগত রাতে পুলিশ, বিজিবি ও ডিবি পুলিশের সাড়াশি অভিযানে বাহুবল উপজেলার শেওড়াতুলী গ্রামের সোহেল মিয়া, আতাউর রহমান নামে দুই জামায়াত ইসলামী নেতাকে গ্রেফতার করেছে।
এ দিকে একই গ্রামের জসিম নামে নিরপেক্ষ এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, তার ছোট ভাই জামায়াতে ইসলামীর সাথে জড়িত। তাকে না পেয়ে পুলিশ বড় ভাইকে গ্রেফতার করেছে।
অপর দিকে, উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি ওই বাহিনী গ্রেফতারের চেষ্টায় অভিযান চালিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।