নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুন্ন রাখা ও প্রগতির ধারাকে অব্যাহত রাখার অভিপ্রায় নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এ সেমিনার।
শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন কনফারেন্স রুমে এডভোকেট মোহাম্মদ আলী পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী কাজী মুকুল।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট বায়েজিদ।
সংগঠনের সেক্রেটারী সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, এডভোকেট সিরাজুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন,মুক্তিযোদ্ধা আমিনুর রহমান লুতু, সাহিত্যিক রুমা মোদক,এডভোকেট শামীম আহমেদ, জেলা জেলা বাসদ নেতা হুমায়ূন খান, বানিয়াচঙ্গ উপজেলা শাখা উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ইমদাদুল হক ইমদাদ,জেলা গণজাগরণ মঞ্চের নেত্রী মাহমুদা খাঁ, ভাটি বাংলা সংগঠনের সভাপতি কনিকা চৌধুরী, সাহিত্যিক হারুন সিদ্দিকী,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা বাকি বিল্লাহ, মোঃ রাসেল প্রমুখ।
সভায়,দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শহীদ জননী জাহানারা ইমামের স্বপ্ন বাস্তবায়নে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম এগিয়ে নিতে এবং পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা সহ জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে এত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নের্তৃত্বে সকল প্রগতিশীল পেশার মানুষকে আবারও আরেকটি যুদ্ধে নামার আহবান জানানো হয়।
এছাড়া সবোর্চ্চ আদালতের নিদের্শনা ও সরকারের সার্কুলার অমান্য করে মানবতা বিরোধী অপরাধের দায়ে ইতিমধ্যে দন্ডিত ফাঁসির আসামী কায়সার পরিবারের মালিকানাধীন জেলার মাধবপুর উপজেলাধীন সৈয়দ উদ্দিন কলেজের নাম পরিবর্তন না করা এবং সংশ্লিস্ট করেজৈর নানান কর্মকান্ডে প্রশাসনিক কর্মকর্তাদের অংশ গ্রহনের তীব্র নিন্দা জানিয়ে আগামীতে কর্মসূচী দেবার ঘোষনা দেয়া হয়।