জুনায়েদ আহমদ, চুনারুঘাট থেকে : জামেয়া ইসলামীয়া কওমিয়া শামছুল উলুম টাইটেল মাদ্রাসার উদ্যোগে চুনারুঘাটে ৩২ তম ৭ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল শুরু হয়েছে।
এ মাহফিল শনিবার (৪ নভেম্বর) বাদ আছর হইতে মাও ঃ জহুর আলীর সভাপতিত্বে চুনারুঘাট সদর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে।
আগামী শুক্রবার ( ১০ নভেম্বর ) রাত ১২ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্ত হবে। মাহফিলে প্রতিদিন ৪ টি অধিবেশনে দেশবরণ্য উলামায়েকেরাম উপস্থিত হয়ে কোরআনের বিষয় ভিত্তিক তাফসীর আলোচনা করবেন।