বাহুবল প্রতিনিধি: বাহুবল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ তারা মিয়া (নৌকা) ১৩ হাজার ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনিত প্রার্থী মোঃ চান মিয়া (ধানের শীষ) পেয়েছেন ১২ হাজার ৬৯৪ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ আলী মিয়া (তালা) পেয়েছেন ৩ হাজার ৭৬০ ভোট ও এনপিপি মনোনিত প্রার্থী ডা. রমিজ আলী (আম) পেয়েছেন ১ হাজার ৭৩ ভোট। উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও হবিগঞ্জের জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ নাজিম উদ্দীন কর্তৃক ঘোষিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।
এ উপজেলায় মোট ১ লাখ ২৪ হাজার ১২০ জন ভোটার রয়েছেন।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৬১টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিশেষ কিছু কেন্দ্র ছাড়া অধিকাংশ কেন্দ্রেই মহিলা ভোটারের উপস্থিতি ছিল হাতেগুণা। পুরুষদের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল না। যে কারণে কাস্টিং ভোটের হার ২৫ শতাংশ অতিক্রম করেনি।
বাহুবল উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন সাকিব বিদেশে চলে যাওয়ায় সম্প্রতি পদটি শূন্য ঘোষিত হয়।