মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। এ সময় তিনি দীননাথ ইনস্টিটিউশন মডেল হাই স্কুল ও ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
তাছাড়া তিনি পরীক্ষা কেন্দ্রের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ এবং নিরাপত্তা সম্পর্কে অবহিত হন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। গতকাল বুধবার পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুসরাত ইলাহী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, ডিএনআই ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রেজ্জাক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব প্রনয় চন্দ্র দেব, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, মনিরুল ইসলাম শামিম প্রমুখ।
বাহুবলের দীননাথ ইনস্টিটিউশন মডেল হাই স্কুল কেন্দ্রে পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়, বি.সি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, স্বস্থিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, স্নানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩১৪ জন পরীক্ষায় উপস্থিত ও ২৭ জন অনুপস্থিত ছিল। তাছাড়া ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দীননাথ ইনস্টিটিউশন মডেল হাই স্কুল, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়, ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, জগতপুর উচ্চ বিদ্যালয়ের ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭০ জন উপস্থিত ও ১৩ জন অনুপস্থিত ছিল।