এস এইচ টিটু : সারা দেশে ন্যায় শায়েস্তাগঞ্জে ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)পরীক্ষা শুরু হয়েছে।পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত রয়েছে ১৯ জন পরীক্ষার্থী।
বুধবার সকাল ১০টা থেকে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১১টি বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থী ১ হাজার ৬২২ জন। তন্মধ্যে ১ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। অনুপস্থিত রয়েছে ১৯ জন।
কেন্দ্র প্রধান মোঃ আবিদুর রহমান বলেন, শায়েস্তাগঞ্জে দুইটি ভ্যানুতে জেএসসি পরীক্ষা অনুষ্টিত হচ্ছে। শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র। শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৬টি স্কুলের ছাত্র-ছাত্রী ও বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৫টি স্কুলের ছাত্র-ছাত্রী রয়েছে।সরজমিনে গিয়ে দেখাযায় শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে একজন প্রতিবন্ধী অন্ধ পরীক্ষার্থী ও অংশগ্রহণ করেছেন।