নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে যুবদলের তিনকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়ন যুবদলের কর্মী। তারা হলেন, শায়েস্তাগঞ্জ থানার ওলিপুর গ্রামের ফারুক মিয়া(৩০), পুরাসুন্দা গ্রামের আব্বাস উদ্দিন তালুকদার(৩৫) ও জালাল আহমেদ (৩০)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়াসিনুল হক দৈনিক শায়েস্তাগঞ্জ কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত অভিযানের ভিত্তিতে আইনশৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নাশকতা রোধে তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান- পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।