স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদিশপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী চারাভাঙ্গা গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফে পবিত্র ওরশ ৩১ অক্টোবর মঙ্গলবার সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হবে। উক্ত পবিত্র ওরশে প্রতি বছরের ন্যায় এবারো সারাদিন ব্যাপী খতমে কোরআন, খতমে দুরুদ, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, বাদ মাগরিব মাজার শরীফ মিলাদ ও জিয়ারত, ওয়াজ মাহফিল ও জিকির আজকার শেষে আখেরী মোনাজাত মধ্যদিয়ে পবিত্র ওরশ সমাপ্ত হবে। এতে সকল আশেকান গণকে আখেরাতের ফায়দা হাসিল করার জন্য পবিত্র ওরসে সকলকে বিনীত ভাবে দাওয়াত করেছেন গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের কর্তৃপক্ষ।