মোঃ মিজানুর রহমান,সৌদি আরব প্রতিনিধিঃ এবার ভ্রমণ ভিসা চালু করতে যাচ্ছে সৌদি আরব। এ উপলক্ষে ইতিমধ্যে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটির কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, আপাতত গ্রুপভিত্তিক ভ্রমণ ভিসা দেওয়া হবে। তবে এ ভিসা পেতে হলে অনুমোদিত ট্যুর অপারেটরের মাধ্যমে আবেদন করতে হবে। তাবুক ট্যুরিজম ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ মেম্বার জামাল আল ফাখরি বলেন, অনুমোদিত এজেন্সিগুলোর মধ্যে একটি হতে পারে তাবুক।
এ ভিসা চালু হলে ভ্রমণপ্রিয়দের দারুণ গন্তব্য হবে সৌদি আরব। ভ্রমণ ভিসা চালু হলে সৌদি আরবে বেসরকারি বিনিয়োগ বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থান হবে। সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রুস্তম-আল-কুবাইশি বলেন, সৌদি আরবে অনেক দক্ষ কর্মী আছে। অনেক কর্মীরা বিদেশি ভাষা জানে। ভ্রমণ ভিসা চালু হলে কাজের খুব সুবিধা হবে। এর আগে গত মাসে সৌদি নারীদের ওপর থেকে ড্রাইভিংয়ের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
এরপরে স্টেডিয়ামে বসে সৌদি নারীরা যেন খেলা দেখতে পারে সেই অনুমতিও দিতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।