বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অপহৃত শিশু হেনা আক্তার (৮) সহ এক অপহরনকারীকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর বাজার থেকে তাকে আটক ও অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।
অপহরনকারী জেলার বানিয়াচং উপজেলার চিলাপাঞ্জা এলাকার মৃত রজব আলীর ছেলে জাসুক মিয়া (২৫)। অপহৃত শিশু সদর উপজেলার রিচি গ্রামের ছালাম মিয়ার শিশু কন্য।
স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশন থেকে ব্যাগের লোভ দেখিয়ে সিএনজি অটোরিক্সাকে করে অপহরন করে নিয়ে যাওয়ার সময় মিরপুর গ্রীন লাইন টেলিকমের মালিক সুজন দেবের সন্দেহ হলে তাকে আটক করে। স্থানীয় সিএনজি অটোরিক্সা ম্যানেজার ইউনুছ মিয়া তাকে জিঞ্জেস করলে অপহর কারী যুবক তার বাড়ি কখনো বানিয়াচং কখনো চুনারুঘাট বলে পরিচয় দেয়। এ সময় সাথে থাকা শিশুটি যুবকটিকে ছিনেনা বলে জানায়।
শিশুটি বলে আমাকে মায়ের পিছন থেকে একটা ব্যাগ দিবে বলে নিয়ে আসে। আমি অনেক কাদার পরও আমার মায়ের কাছে আমাকে ফিরিয়ে দেয়নি।
হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) মো: রাসেলুর রহমান বলেন, খবর পেয়ে থানা থেকে এসআই সেলিম ঘটনাস্থলে গিয়ে অপহরনকারীসহ শিশুটিকে আটক করে থানায় নিয়ে আসছে।