সৌদিআরব প্রতিনিধি : সৌদী বাদশাহ্ আব্দুল্লাহ্ বিন আব্দুল আজিজের অনাড়ম্বর এবং দ্রুত দাফন প্রায় ৫০০ অমুসলিমের হৃদয়ে দাগ কাটে। তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয়ের জন্য ইসলাম গ্রহণ করেন।
বাদশাহ্ আব্দুল্লাহ্র স্মরণে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদে আয়োজিত এক শোকসভায় উক্ত বিশ্ববিদ্যালয়ের সভাপতি ড. আহমেদ ইউসিফ আল-দ্রাইভীশ বলেন, ‘আল্লাহর নিকট সবাই সমান। বাদশাহ্ আব্দুল্লাহর অনাড়ম্বর দাফনে মুগ্ধ হয়ে ৫০০ অমুসলিম ইসলাম গ্রহণ করেছে।’
উক্ত শোকসভায় উপস্থিত ছিলেন আইআইইউআই রেক্টর ড. মাসূম ইয়াসিনজাই, আইআইইউআই ভাই-প্রেসিডেন্ট, ডিন এবং পরিচালকবৃন্দ।
শোকসভা শেষে মুসলিম উম্মাহ্র শান্তি এবং সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
(সূত্র: দ্য সিয়াসত ডেইলি)