নিজস্ব প্রতিনিধি :হবিগঞ্জের আজমিরীগঞ্জে টমটমের ধাক্কায় আফরোজা আক্তার (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আফরোজা আক্তার উপজেলার কাকাইলছেও ইউনিনের কালনীপাড়া গ্রামের রুবেল মিয়ার মেয়ে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, বেলা ১২টায় বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় খেলা করছিল আফরোজা। এ সময় একটি টমটম তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন প্রথমে তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।