শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:- শায়েস্তাগঞ্জে কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুিষ্টত হয়েছে।
শনিবার সকালে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্টিত হয়।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও কমিউনিটি পুলিশের প্রধান সমন্বয় কারী মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ পৌর কমিউনিটি পুলিশের সদস্য কামরুজ্জামান আল রিয়াদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া।
বক্তব্য রাখেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র ম্যানাজার এডমিন এহসানুল হাবিব, শায়েস্তাগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মাসুদউজ্জামান মাসুক, শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশের আহবায়ক মুক্তার হুসেন, সদস্য সচিব আদিল হুসেন জজ, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ আব্দুল জলিল, জালাল উদ্দিন মোহন, মোঃ গফুর মিয়া, মোঃ নোয়াব আলী, খায়রুল আলম, সাইদুর রহমান, মহিলা কাউন্সিলর শিউলি বেগম, তহুরা খাতুন লাইজু, মুক্তিযুদ্ধা মোঃ আব্দুল আলী, শায়েস্তাগঞ্জ পৌরআওয়ামীলীগের সহ-সভাপতি হাজী শফিকুর রহমান, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক নুরুল হক , প্রাণ আরএফ এল এর পাবলিক রিলেশন অফিসার এডমিন তৌহিদুল হক সুমন, শায়েস্তাগঞ্জ থানার এসআই জাকির হুসেন প্রমুখ।