নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামে সাধনা আক্তার (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে তরুনীর লাশ উদ্ধার করা হয়।
সাধনা আক্তার বিথঙ্গল গ্রামের সফর আলীর মেয়ে।
জানা যায়, দুপুরে সাধনা পরিবারের অজান্তে বিষপান করে ছটফট করতে থাকেন। পরে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিথঙ্গল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।