স্টাফ রিপোর্টার: হবিগঞ্জে সকল সাংবাদিকদের অংশগ্রহণে অনলাইন সংবাদ পত্র করাঙ্গীনিউজ ২৪. ডটকমের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম।
বার্তা সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশ আলহাজ্ব জি.কে গউছ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মো: ফজলুর রহমান।
বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরিফ, সাবেক সভাপতি শোয়েব চেধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চেধুরী মোহাম্মাদ ফরিয়াদ, সহসভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সহসভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, হবিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য শরিফ চেধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুর রকিব, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শাকিল চেধুরী, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জমান আল রিয়াদ, যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রতন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সলিল বরন দাস, সাবের সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, দৈনিক সমকাল পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি মোস্তাক আহমেদ তরফদার মাসুম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি পাবেল খান চেধুরী, সাংবাদিক মুরাদ আহমেদ, সাংবাদিক এম সজলু, খন্দকার আলাউদ্দিন জাকারিয়া চেধুরী, এম শাহ আলম, শারমিন জাহান লিপি, অপু দাস, ছনি চেধুরী প্রমুখ।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করে এডভোকেট মুশতাক আহমেদ।
এদিকে করাঙ্গীনিউজ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে মিলনায়তনে সাংবাদিক মিলনমেলায় পরিনত হয়েছিল।
সবশেষে উপস্থিত সকল সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।