শংকর শীল, চুনারুঘাট(হবিগঞ্জ)থেকে : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হাতুন্ডা গ্রামে শ্রীশ্রী বাসুদেব বাড়ি অঙ্গনে সপ্তাহ ব্যাপী শ্রীমদ্ভাগবত আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২৮ অক্টোবর শনিবার থেকে ৪ঠা নভেম্বর শনিবার পর্যন্ত সপ্তাহ ব্যাপী এ আলোচনা চলবে। ২৮ অক্টোবর শনিবার সপ্তাহ ব্যাপী শ্রীমদ্ভাগবত আলোচনার শুভ অধিবাস। ২৯ অক্টোবর রবিবার থেকে ৪ঠা নভেম্বর শনিবার পর্যন্ত প্রত্যহ বিকাল ৩ টায় শ্রীমদ্ভাগবত আলোচনা। ৪ঠা নভেম্বর শনিবার দুপুর ২টায় কনিকা প্রসাদ বিতরণ। শ্রীমদ্ভাগবত আলোচনা সভায় বিভিন্ন স্হান থেকে আলোচক বৃন্দরা এসে অংশগ্রহণ করবেন। এ শ্রীমদ্ভাগবত আলোচনা সভায় সবান্ধবে উপস্থিতি থাকার জন্য আমন্ত্রিত।