মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ বোরো মওসুমকে সামনে রেখে স্থানীয় বিএডিসি থেকে আগাম বীজ সংগ্রহ কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক। গত বছরে প্রকৃতিক দুর্যোগে হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় বোরো ধানের ব্যপক ক্ষতি হয়ায় স্থানীয় ভাবে বীজ সংগ্রহ করতে পারেননি কৃষকরা। আসছে মওসুমে বোরো ধানের বীজের সংকট দেখা দিতে পারে এমন চিন্তা মাথায় নিয়ে তারা আগেভাগে বীজ সংগ্রহ করতে চেষ্টা চালাচ্ছেন।
বৃহস্প্রতিবার (১৯অক্টোবর) সরজমিনে দেখা যায় হবিগঞ্জ বিএডিসি অফিসে সামনে কৃষকদের সারি বাঁধা দির্ঘ লাইন। তারা বীজ নেয়ার তাগিদে কতৃপক্ষের নিকট বার বার জানার চেষ্ট করছেন কখন বীজ দেয়া হবে। কেউ বলেন আমাকে ৫ ব্যাগ বীজ দাও, আবার কেউ বলছেন আমাকে ১০ ব্যাগ বীজ দাও। তাদের এমন তাড়াহুরায় রিতিমত হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা।
বিএডিসির বীজ বিক্রয় কেন্দ্রের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ভুইয়া জানান, এবার বোরো মৌসুমে বীজের চাহিদা করা হয়েছে বিআর ২৯ জাতের ১০০ মেট্রিক টন, বিআর ২৮ জাতের ২৫ মেট্রিক টন ও সুপার হাইব্রীড ৫০০ কেজি। এর মধ্যে গত ১৪ অক্টোবর আমাদেরকে বরাদ্ধ পেয়েিেছ বিআর ২৯ মাত্র ৩০ মেট্রিক টন।
সরকার নির্ধারিত প্রত্যায়িত বিআর ২৮ ও ২৯ প্রতি কেজি ৫০টাকা, ভিত্তি বীজ ৫৬ টাকা। হাইব্রীড প্রতি কেজি ২৫০টাকা হিসেবে বিক্রি করা হচ্ছে। চাহিদার সবটুকু বীজ দফায় দফায় আসবে। তিনি আরও বলেন, জেলায় ১৩২ টি ডিলারের মাধ্যমে বিএডিসি বোরো ধানের বীজ সরবরাহ করা হবে। তাছাড়া জেলায় প্রান্তিক চাষীদেরকে ২০০ মেট্রিক টন বীজ দিয়ে পুঃণর্বাসন করার সরকারীভাবে উদ্যোগ নেয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, জেলায় আসছে বোরো মওসুমে ১লাখ ২০হাজার হেক্টর জায়গায় বোরো আবদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। উক্ত জায়গা আবাদ করতে চাষীদের ২হাজর ৫শ মেট্রিক টন বীজ প্রয়োজন। তবে হাইব্রীড জাতের ধান আবাদে বীজের চাদিার পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।