নিজস্ব প্রতিনিধি : বাহুবলে চোর ধরাকে কেন্দ্র করে লেবু বাগান ও বাগান মালিকের বাড়িঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে বাহুবল মডেল থানায় একটি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামের আব্দুল কাইয়ূম চৌধুরীর পুত্র তোফায়েল আহমেদ চৌধুরীর একটি লেবু বাগান পার্শ্ববর্তী কসবাকরিমপুর গ্রামে রয়েছে। উক্ত বাগান থেকে প্রায়ই চোরেরা লেবু চুরি করে নিয়ে যায়। গত শুক্রবার ভোরে বাগান মালিক লেবু চুরিকালে কসবাকরিমপুর গ্রামের মৃত আদম আলীর পুত্র কামরুলকে হাতেনাতে আটক করেন। পরে তার আত্মীয়-স্বজন তাকে জোরেবলে ছাড়িয়ে নিয়ে যায়। এ ঘটনার জের ধরে গত সোমবার বেলা ২ টার দিকে কামরুলের পক্ষের লোকজন লেবু বাগানের একাংশের ভেড়া ভেঙে বেশ কিছু গাছ কেটে ও ভেঙে ফেলে। একই সময়ে দুর্বৃত্তরা বাগান মালিকের বাড়িঘরেও হামলা চালায় এবং ভাংচুর করে। এতে এক লাখ বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগান মালিক তোফায়েল আহমদ চৌধুরী। তিনি বলেন, হামলাকারীদের তান্ডবে তার পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন।