নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বিকালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ৭নং নূরপুর ইউনিয়ন শাখার আয়োজনে কমিটি গঠন উপলক্ষে সুতাংবাজারে এক পরামর্শ সভার অনুষ্ঠিত হয়।
উক্ত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট পারভিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা বেগম,শায়েস্তাগঞ্জ পৌর মহিলা আওয়ামীলীগের আহবায়ক সাবেরা সালেক,আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক জনাব মুখলিছুর রহমান মুখলিছ,নূরপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহব্বায়ক মো:জলফু মিয়া,সদস্য সচিব ইসহাক আলী সেবন প্রমুখ।
এছাড়াও আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সকল অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত পরামর্শ সভায় মোছাঃরাবেয়া খাতুন কে আহ্বায়ক ও মুক্তা আক্তার, রাবেয়া মেম্বার কে যুগ্ম আহ্বায়ক এবং নাসিমা আক্তার কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট নুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ আহবায়ক কমিটি গঠন করা হয়।