গোলাম সারোয়ার পলাশ,সুতাং থেকে : হবিগঞ্জ সদর উপজেলার সুতাংবাজারের কাপড় ব্যবসায়ী(মেসার্স সুমন ক্লথ ষ্টোর)এর মালিক মোঃ সুমন মিয়া (৩৫) অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব হারিয়ে এখন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে শ্রীমঙ্গল হাট করার জন্য হবিগঞ্জ টু সিলেট বিরতিহিন বাসে উঠেন।
মাঝপথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গাড়ির সিটে সবার অগোচরে কি যেন পান করে অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তার সাথে থাকা ৫০০০০ হাজার টাকা ও মোবাইল জরুরী কাগজ পত্র সহ সব কিছু অজ্ঞান পার্টিরা নিয়ে যায়।
বিরতিহিন গাড়ির ড্রাইভার সুমন মিয়াকে অজ্ঞান অবস্থায় মৌলভীবাজার হবিগঞ্জ বাস কাউন্টারে রেখে যায়৷ পরে মৌলভীবাজার জেলা শ্রমীক ইউনিয়ন এর অফিস সহকারী মোঃ সুহেব আহম্মেদ থাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন৷ সে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷