নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ঐতিহ্যবাহী হাইস্কুল শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে প্রাক্ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার দুপুর ১২টার বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ জামাল মিয়া মেম্বার।
বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ মহিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মরমী সাহিত্যিক সৈয়দ গাজীউর রহমান, প্রাক্তন ছাত্র নরডেম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ আবিদুর রহমান, মাওলানা আব্দুস শহীদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল, আব্দুল খালেক, প্রাক্তন ছাত্র এডভোকেট হুমায়ূন কবির সৈকত, প্রাক্তন ছাত্র শচিন্দ্র ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, প্রাক্তন ছাত্র জিসান মটরস এর স্বত্তাধিকারী নুরুল ইসলাম তালুকদার, প্রাক্তন ছাত্র হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক আব্দুল কাইয়ুম, প্রাক্তন ছাত্র আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, প্রাক্তন ছাত্র লন্ডন প্রবাসী প্রকৌশলী এম.এ মুমিন চৌধুরী বুলবুল, প্রাক্তন ছাত্র শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, প্রাক্তন ছাত্র লন্ডন প্রবাসী আব্দুল আহাদ সুমন, প্রাক্তন ছাত্র শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন সাঁই, প্রাক্তন ছাত্র রাজু বিশ্বাস, প্রাক্তন ছাত্র আব্দুল্লাহ সরদার, জাকির হোসেন, এম এ কাইয়ূম, রাহেল মিয়া সরদার, প্রনব পাল, কল্যাণ বিশ্বাস, সাংবাদিক কামরুল হাসান ও মামুন চৌধুরী প্রমুখ।
এর আগে উপস্থিত প্রাক্তন ছাত্রদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।