নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ জে কে হাইস্কুলের পরিচালনা কমিটি পক্ষে কমিটির সচিব এবং স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম গত ৯ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের সচিব বরাবরে স্থাবর অস্থাবর সম্পত্তি ডিডি অফ গিফট (দলিল সম্পাদন) সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলায় ১টি করে স্কুল এবং কলেজ সরকারী করনের ঘোষনা দেন।
সেই লক্ষ্যে ২০১৬ ইং সালে জে কে হাইস্কুলকে উক্ত প্রকল্পের আওতায় এনে সরকারী করনের ঘোষনা দেন। এতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখেন মাননীয় সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী।
সরকারী করনের শর্ত মোতাবেক দীর্ঘদিন পর অবশেষে সরকারের সাথে স্কুলের স্থাবর অস্থাবর সম্পত্তি ডিড অফ গিফট প্রদান করা হয়েছে। তিনি বলেন, নবীগঞ্জ বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী জে কে হাইস্কুলটি সরকারী করন করায় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এম এ মুনিম চৌধুরী বাবু এমপি, উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।