স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শিক্ষার্থীদের মেধাকে বিকাশিত করবে। শুধু তাই নয় এই টুর্নামেন্ট স্বাধীনতার প্রকৃতি ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্মের নিকট তুলে ধরতে সঠিক ভূমিকা রাখবে। শিশুরা যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেজন্য বর্তমান সরকার এই খেলার আয়োজন করেছে।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে জেলা পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনকালে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, হবিগঞ্জ-লাখাইয়ের শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়নগুলোতে খেলাধূলার যত আয়োজন হয় প্রায় প্রতিটিতেই আমি নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি। শুধু শিশু ও তরুণেরাই নয়, মধ্যবয়সীরাও খেলাধূলায় নিয়মিত অংশ নিলে তাদের মানসিক ও শরীরিক স্বাস্থ্য ভাল থাকে। পাশাপাশি অস্বাভাবিক জীবনযাপন থেকেও নিজেকে বিরত রাখা যায়। এছাড়াও আছে জাতীয় পর্যায়ে অবদান রাখার সম্ভাবনা। তাই প্রধান মন্ত্রীর কাছ থেকে হবিগঞ্জবাসীর জন্য একটি আধুনিক স্টেডিয়াম উপহার হিসাবে নিয়ে এসেছি। হবিগঞ্জে আরেকটি উপজেলা মিনি স্টেডিয়াম নির্মান কাজ চলছে। লাখাই উপজেলাতেও একটি স্টেডিয়াম নির্মান করা হবে।
এ সময় স্বাধীনতার সঠিক ইতিহাস শিক্ষার্থীদের নিকট তুলে ধরতে সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি আহবান জানান এমপি আবু জাহির।
এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমা এবং পুলিশ সুপার বিধান ত্রিপুরা। এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবীসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও বিভিন্ন স্থান থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ উদ্বোধণী অনুষ্ঠানে অংশ নেন।