মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জ জেলার হাওর-বাওরে সবুজের আভায় ভরে উঠেছে বিস্তৃর্ণ এলাকার আমনের মাঠ। যেন হাওর এলাকায় পূবালী পবনে ধানের শীষে উঁকি-ঝুকির সবুজ ঢেউয়ের তরঙ্গ বইছে । নানা প্রতিকুলতার মাঝেও বাঙালীর ঐতিহ্যপূর্ণ হেমন্তের লগ্নে কৃষকের গোলা ভরবে আমন ধানে।
মাঠজুড়ে ধানের শীষ বেড়িয়ে আসছে, শীষের ম,ম সু-ঘ্রাণে প্রসারিত হচ্ছে পরিবেশ। তাই কিছুদিন পর কৃষক-কৃষাণীর মনে বয়ে আসবে সুখের আনন্দ। অনুকূল পরিবেশে এবার আড়াই লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়ার সম্ভাবনা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ।
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানাযায়, জেলায় এবার ৭৫ হাজার ৫শ হেক্টর জায়গা রোপাআমন ও ২৮ হাজার হেক্টর জায়গায় বোনা আমন আবাদ করেন স্থানীয় কৃষক।
কৃষি বিভাগ আরও জানায়, উচ্চ ফলনশীল জাতের মধ্যে ব্রি ৪৯ জাতটি কৃষকের অধিক জন প্রিয় তাই এবার এটি বেশি আবাদ করেছে চাষীরা। তাছাড়া ব্রি ৪৬, বিআর ১১ ও বীনা ১৭সহ বিভিন্ন আমন জাতের ধান আবাদ করা হয়েছে।
সূত্র জানায়, আবাদের প্রাথমিক অবস্থায় প্রতিকুল আবহাওয়ার ক্ষতিকর প্রভাব কিছুটা আমনে আঘাত আনলেও কৃষক পরে তা কাটিয়ে নিয়েছেন। ফলে ধানের তেমন কোন ক্ষয়ক্ষতির পরিসংখ্যান নেই। কৃষকরা উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ করায় হেক্টর প্রতি সাড়ে ৪ মেট্রিক টন ধান ফলন হয়ায় সম্ভাবনা করছেন সংশ্লীষ্টরা।