নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুম কানন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোঃ নাজমুল হোসেন।
ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটার নাজমুল হোসেনকে দেখতে শত শত দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বদরুল,জেলা খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি মো: উজ্জল ,হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজীউর রহমান ইমরান,ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন অপু,মীর খোকন,সাইফুল ইসলাম সাজু, হবিগঞ্জ জেলা দলের ক্রিকেটার দেলোয়ার হোসেন জন্টু,সজীব,ফজল সরদার,জামাল আহমেদ রাজ ,বাবুল মিয়া প্রমুখ।আয়োজিত এই টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করেছে।