নিজস্ব প্রতিবেদক: ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস) এর ২০১৭-১৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কমিঠিতে সভাপতি ও সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোসাইন আহমেদ তোফায়েল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী সাজিম আহমেদ।
কমিটির অন্যান্য সদস্য হলেনঃ সহ-সভাপতি- শাহাদাত তরফদার (শাবিপ্রবি) ও মাহবুবা আক্তার শিপু (ঢাবি)। যুগ্ন-সাধারণ সম্পাদক- নুরুজ্জামান পাভেল (শাবিপ্রবি), সাংগঠনিক সম্পাদক-অাশিকা অাক্তার শিথিল (সিকৃবি), সহ-সাংগঠনিক সম্পাদক-মিনহাজুর রহমান তালুকদার (কুবি), অর্থ সম্পাদক-শাহরিয়ার কবির নিশাত (বিইউপি), দপ্তর সম্পাদক হাসান আরমান (সিকৃবি), প্রচার সম্পাদক- নাঈম ইসলাম (জবি), ছাত্রী বিষয়ক সম্পাদক- ইমা আক্তার (জবি), তথ্যাদি সম্পাদক-সানিরুল ইসলাম শাওন (বুটেক্স), সাংস্কৃতিক সম্পাদক- ইশতিয়াক আহমেদ আকাশ (বুটেক্স), সমাজকল্যাণ সম্পাদক-নাজমিন আক্তার (ঢাবি) এবং কার্যনির্বাহী সদস্য-শরিফুল ইসলাম নকিব (জাবি), নাজমুল হোসেন মামুন (জবি), নাফিজ ইমতিয়াজ আদনান (শাবিপ্রবি)।
ইউসাসের প্রধান উপদেষ্টা জনাব আনোয়ার ফারুক তালুকদার এর অনুমোদনক্রমে কমিটি ঘোষনা করেন ইউসাসের অন্যতম উপদেষ্টা জনাব মুহিত খান।
ইউসাস দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শায়েস্তাগন্জের ছাত্রছাত্রীদের নিয়ে গড়া একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন যা ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। সূচনালগ্ন থেকেই এটি শায়েস্তাগঞ্জের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা এবং শায়েস্তাগঞ্জের সামগ্রীক শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে অগ্রণী ভুমিকা পালন করছে।