হীরেশ ভট্টাচার্য্য হিরোঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে থানা রাস্তায় খুদে একদল শিশু খেলাচ্ছলে দোকানের পসরা সাজিয়ে বসেছে। ক্রেতাও তেমন নেই । শিশুদের এ রকম শিশু সুলব আয়োজন দেখে পথচারীরা একটু দাড়িয়ে হাসি মুখে এ দৃশ্য উপভোগ করছেন। সামান্য একটি পলিথিনের ছাপড়া দিয়ে দোকানের আয়োজন করে। পুঁজি মাত্র ৯৫ টাকা। মালামাল বলতে বিস্কুট, চকোলেট আরো ২/৩ ধরনের দ্রব্যাদি। এরপরেও ক্ষুদে ব্যবসায়ীর দল ক্রেতার অপেক্ষায় বসে আছে। চলমান হরতাল অবরোধে বড় বড় ব্যবসায়ীদের মাথার উপর হাত পড়লেও ক্ষুদে এ শিশু ব্যবসায়ীদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই।