নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার সদর উপজেলার গোপায়া ইউনিয়নের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সদস্য দীঘলবাগ গ্রামের মর্তুজ আলীর ছেলে রজব আলী (২৮)। তিনি গোপায়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে গাড়ী ভাংচুর ও পুড়ানোর মামলা রয়েছে।