নিজস্ব প্রতিবেদক ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘নতুন ব্যবসা শুরু’ বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটি।
এসএমই ফাউন্ডেশনের সহযোগীতায় ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব।
প্রভাষক জালাল উদ্দিন রুমীর পরিচালনায় বক্তব্য রাখেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক নাজরীন জাহান লিপি, ফকরুন নাহার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রতন, পাঠগার সম্পাদক কামরুল হাসান,দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, সাংবাদিক মামুন চৌধুরী ও শাহ মোস্তুফা কামাল প্রমুখ। এ প্রশিক্ষণে এলাকার ৩০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।