মোঃ মিজানুর রহমান, সৌদি আরব প্রতিনিধিঃ জাতিগত সহিংসতার মুখে বিভিন্ন সময় সৌদি আরবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংগঠন ‘আরাকান রোহিঙ্গা ইউনিয়ন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে।
মক্কার স্থানীয় একটি হোটেলে আয়োজক সংগঠনের নেতা শেখ নুরুজ জুবায়েরের সভাপতিত্বে এবং নাছের চৌধুরী ও দীল মোহাম্মদের যৌথ পরিচালনায় এক আলোচনা সভা হয়।সভায় প্রধান অতিথি ছিলেন- সংগঠনের সহ পরিচালক শেখ আব্দুল্লাহ আল মারুফ, প্রধান বক্তা ছিলেন ‘গ্লোবাল রোহিঙ্গা সেন্টার’ এর চেয়ারম্যান আবু সালমান।
সভায় বক্তব্য দেন- সৌদি নাগরিক মো. আইয়ুব জাম্মাল, আরাকান রোহিঙ্গা ইউনিয়নের নেতা মো. নুরুল আমিন, জোবায়ের ফজল, আনতাল হাকিম, মোহাম্মদ রফিক, আব্দুল্লা আচিরি, কাবীর মহিবুল্লা ও সৈয়দ মৌলবী।
সমাবেশে বক্তারা জাতিসংঘে গিয়ে রোহিঙ্গাদের অধিকারের জন্য বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।