নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে অবস্থিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে দুপুরের খাবার খেয়ে করিমা আক্তার (১৮) নামে প্রাণ কোম্পানীর এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। সে লাখাই উপজেলার পূর্ব সিংহগ্রামের আছিব আলীর কন্যা। সূত্র জানায়, করিমা কিছুদিন ধরে অলিপুর এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে প্রাণ কোম্পানীতে চাকুরি করত। গতকাল কাজ শেষে কোম্পানীতেই দুপুরের খাবার খায় করিমা আক্তার। খাবার খাওয়ার কিছুক্ষণ পর সে বমি করতে থাকে। প্রথমে তাকে প্রাণ হাসপাতালে ও পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু অর্থাভাবে তাকে সিলেট নিতে পারছে না স্বজনরা। অভিযোগ উঠেছে প্রায়ই কোম্পানীতে খাবার খেয়ে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে।