মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা নবীগঞ্জ সদর ক্লিনিকের কক্ষে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে জরুরী কাগজ-পত্র, ওয়েট মেশিনসহ আসবাবপত্র। ঘটনাটি ঘটেছে, গত সোমবার সন্ধ্যায়।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হাসপাতালের ওই কক্ষ থেকে ধোয়া চারদিকে ছড়িয়ে পড়লে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, নার্সসহ হাসপাতালে অবস্থানরত লোকজন আতংকিত হয়ে দিকবেদিক ছুটাছুটি করতে থাকে। খবর পেয়ে টিএইচও ডাঃ অর্ধেন্দু দেব ছুটে এসে স্থানীয় লোকদের সহযোগিতায় ওই কক্ষের দরঝা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরপূর্বেই অফিস কক্ষে থাকা জরুরী কাগজ-পত্র, ঔষধ, ওয়েট মেশিন ও মুল্যবান জিনিসপত্র পুড়ে যায়। এ সময় আগুন লাগা কক্ষের পিছনে এবং হাসপাতালের দু’ তলায় নার্সের কক্ষের পাশে কেরোসিনের বোতল পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। এতে ধারণা করা যাচ্ছে, কেউ শক্রতা বশতঃ অথবা নাশকতার উদ্দেশ্যে হাসপাতালের ওই কক্ষের জানালার গ্লাস ভেঙ্গে কেরোসিন ঢেলে আগুন দেয়।
খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী এবং ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে হাসপাতালের টিএইচও ডাঃ অর্ধেন্দু দেব বলেন, “অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছে। ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”
এ ব্যাপারে নবীগঞ্জ সদর ক্লিনিকের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শিরীন আক্তার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।