বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শেখের মহল্লা (বিএসডি) মহিলা আলিম মাদ্রাসার একটি শ্রেণিকক্ষের দেয়াল পাশের পুকুরে ধসে পড়েছে। ফলে শিক্ষার্থীদের পাঠদানে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষকরা। পুনরায় ধসে গিয়ে দুর্ঘটনার আশংকা শিক্ষক-শিক্ষার্থীদের।
মাদ্রাসা সূত্রে জানায়, উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ ওই মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা সহস্রাধিক। মাদ্রাসায় শিক্ষার্থীদের তুলনায় শ্রেণিকক্ষ অপ্রতুল। তন্মধ্যে শত শিক্ষার্থীর একটি কক্ষ ধসে পড়েছে। ধসে যাওয়া কক্ষেই দুর্ঘটনার আশংকা নিয়ে পাঠদান দিচ্ছেন শিক্ষকরা। পাঠদান চলাকালীন সময়ে যে কোন সময় আকস্মিকভাবে কক্ষটি আবারও ধসে গিয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে।
এ ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শেখ সাদিক জানিয়েছেন, সরকারের নিকট একটাই দাবি দ্রুত যেন ধসে যাওয়া কক্ষটি মেরামতসহ একটি টেকসই ভবন নির্মাণ করে দেওয়া।
মাদ্রাসার সুপার মাওলানা মোবাশ্বির আহমেদের দাবি কোনরূপ দুর্ঘটনার পূর্বেই যেন কর্তৃপক্ষ দৃষ্টিগোচরে নিয়ে একটি ভবন নির্মাণ করে দেন।