মোতাব্বির হোসেন কাজল : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ শিমুলতলা নামক স্থানে ৬টি দোকানে আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রবিবার ভোর সকাল ৬টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ শিমুলতলা নামক স্থানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে মুদিমালের দোকান শাহজাহান স্টোর,নূর আলম টায়ার সেন্টার,রিয়াদ টায়ার সেন্টার,মানিক মিয়া টায়ার সেন্টার,লাকি রেস্টুরেন্ট,লাল বানু চা স্টল এ ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এসময় স্থানীয় লোকজন আগুন নিভানোর জন্য প্রাণপন চেষ্টায় চালায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে। ঘন্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ততক্ষণে ছয়টি দোকানে নগদ টাকাসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ মো. জামাল উদ্দিন শাহীন দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ এবং হবিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।