মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ৩৭৭ মিটার বিদেশী কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার নিজনগর এলাকা থেকে এসব কাপড় জব্দ করা হয়।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মঘর বিওপি’র সুবেদার আব্দুল আজিজসহ একদল বিজিবি সদস্য নিজনগর এলাকায় অভিযান চালিয়ে ৩৭৭ মিটার প্যান্ট পিস জব্দ করেন। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
জব্দ করা কাপড়ের মূল্য ১ লাখ ১৩ হাজার টাকা হবে বলে জানান তিনি।