নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর ও বানিয়াচং উপজেলায় ওজনে কারচুপি, পচা-বাসি মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ পণ্য এবং ওষুধ বিক্রির অপরাধে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৭শ’টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুর আড়াইটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন এবং বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দীপ কুমার সিংহ এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, ভূক্তা অধিকার আইনে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে হাজী মজলিস কসমেটিক্সকে ৩ হাজার, পচা-বাসি মিষ্টি বিক্রির দায়ে বাসন্তী মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার, লোকনাথ ভান্ডারকে ৫ হাজার, মোদক মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জনতা ফার্মেসিকে ৩ হাজার মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এসময় দুধে পানি মেশানোর অপরাধে এক ব্যবসায়ীর দুধ ফেলে দেয়া হয়। এ সময় ওই ব্যবসায়ী পালিয়ে গেছে।
অপরদিকে, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ উপজেলার দু’টি বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চার প্রতিষ্ঠানকে ২ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয়।