নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডও প্রদান করে আদালত।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাই নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালানা করা হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়,শনিবার দুপুরে প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে সোনাই নদীতে অভিযান চালিয়ে অবৈধ বঅরু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে বসু মিয়া (২৩) ও মর্তুজ আলী (২৩) কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন থানার এসআই সাত্তারের নেতৃত্বে একদল পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।