চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও আশ্রায়ন ও গুচ্ছ গ্রামে সাড়ে ৩৬ লক্ষ টাকার বিদ্যুৎ সরবরাহ লাইন উদ্ভোধন করা হয়।
চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আহম্মদাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট-মাধবপুরের সাংসদ এডভোকেট মাহবুব আলী।
বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আবু তাহের ।
এতে যথাক্রমে উপস্থিত ছিলেন চুনারুঘাট পল্লীবিদ্যুৎ সমিতির ডিজি এম কাজী শওকাতুল আলম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌ: সনজু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনোয়ার আলী, দপ্তর বিষয়ক সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ঠ ব্যবসায়ী আহমদ আলী নূর (মহালদার), আওয়ামীলীগ নেতা মাখন চকদার, রফিকুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক এম এস জিলানী আখনজী, গুচ্ছগ্রাম নেতা আলপি মিয়া ও চাঁন মিয়া প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা: মিজানুর রহমান (মিজান)। উল্লেখ্য’যে ১শত ৬০ পরিবারের মাঝে এ বিদ্যুৎ লাইন দেয়া হয়।