স্টাফ রিপোর্টার ॥ দুর্গাপূজার অষ্টমীর মূল আকর্ষণ হলো কুমারী পূজা। দুর্গোৎসবের সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিনে আজ কুমারী পূজা পালিত হয়েছে। বাহুবল উপজেলার জয়পুরে শ্রীশ্রী শচী অঙ্গন ধামে দুর্গা পূজা মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হয়।
আজ মহাষ্টমীর সকালে দুর্গাদেবীর মহাষ্টমী বিহীত পূজা প্রশস্তা ও ব্রতোপবাস অনুষ্ঠিত হয়েছে। ভক্তরা মায়ের চরণে দিয়েছেন পুষ্পাঞ্জলী।
মহাষ্টমীতে কুমারী বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেছেন ভক্তরা। ১৬টি উপকরণ দিয়ে কুমারী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী’ মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। কুমারী পূজা শেষে ভক্তরা মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেন।
পূজা মণ্ডপে অনেক অনেক ভক্ত ও দর্শনার্থীর ভিড় দেখা গেছে। এসময় উপস্থিত ছিলেন বাহুবল-নবীগঞ্জ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি রাসেলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাজাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু, সাইফুদ্দিন লিয়াকত প্রমুখ।
কুমারী পূজার পর মন্দিরে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে।