সংবাদদাতা : শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় মহাসড়ক দিয়ে ট্রাক্টর চলাচলের দাবিতে শায়েস্তাগঞ্জে মালিক শ্রমিক ও চালকদের সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় ঘোষণা করা হয় ১০ ডিসেম্বরের মধ্যে প্রশাসন দাবি মেনে নেয়নি। তাই আগামীকাল ১২ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ট্রাক্টর নিয়ে অবরোধ করা হবে।
বুধবার রাতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ট্রাক্টর মালিক সমিতির আহবায়ক আব্দুল হান্নান ময়না মিয়া মেম্বারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব রজব আলী মেম্বার, দিদার হোসেন মেম্বার, হেলাল আহমেদ চিশতী, জামাল মেম্বার, আব্দুস সামাদ মেম্বার, চান্দ আলী মেম্বার, জালাল উদ্দিন আখঞ্জী, আব্দুস শহীদ, রফিক মিয়া, আজগর মিয়া, আক্কাছ মিয়া, আলী হুসেন, জালাল মিয়া, জয়নাল মিয়া, তাজুল মিয়া, মামুন মিয়া, বাইজিদ মিয়া প্রমূখ।
সভায় জেলার বিভিন্ন স্থানের ট্রাক্টর মালিক, চালক, শ্রমিক ও বিভিন্ন ট্রাক্টর কোম্পানীর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।