নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাট আনসার উদ্দিনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর এসআই ধর্মজিৎ সিনহা সঙ্গীয় ফোস নিয়ে ইনাতগঞ্জ ইউনিয়নের দরবেশপুর গ্রামের মৃত সুনুক উদ্দিনের পুত্র এমিলি হক(৩৫) এর বাড়ীতে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে এলাকার মাদক স¤্রাট দিঘীরপাড় গ্রামের মহিব উদ্দিনের পুত্র আনসার উদ্দিন ২০পিস ইয়াবাসহ গেস্খফতার করেন। এ সময় বাড়ীর মালিক এমিলি হক দৌড়ে পালিয়ে যায়। গেস্খফতারকৃত আনসার উদ্দিন ও পলাতক এমিলি হকের বিরুদ্ধে এসআই ধর্মজিৎ সিনহা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।