বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের অলুয়া গ্রামে ডাঃ আরজু মিয়ার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
এতে প্রায় এক হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ প্রদান ছাড়াও দরিদ্র রোগীদের মাঝে বিনামুল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
অলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন সিলেটের উদ্যোগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) উক্ত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। ডাঃ জাকারিয়া শাকিম, আব্দুর রহিম ও আল-আমিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আতিক খান ফাহাদ, সিলেট জেলার সাধারণ সম্পাদক ফয়জুল আলম।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে ছিলেন, পুরুষ মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জাকারিয়া শাকিম, ডাঃ সেলিম, ডাঃ সুয়েব রহমান, মহিলা বিশেষজ্ঞ ডাঃ মোশারফ আহমেদ নাহিদ, ডাঃ মঞ্জু রায়, ডাঃ ফাহিম আহমদ, স্কিন ও চর্ম যৌন বিশেষজ্ঞ ডাঃ ত্রিলক চাকমা, ডাঃ আফসার হোসেন, শিশু বিভাগ বিশেষজ্ঞ ডাঃ রাজন দেব নাথ, ডাঃ সমরেশ, দন্ড বিভাগ বিশেষজ্ঞ ডাঃ নজরুল ইসলাম, ডাঃ মিজানুর রহমান, চক্ষু বিভাগ বিশেষজ্ঞ ডাঃ নাজমুল হক ও হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন, রুহুল আমিন, জসিম, হেলাল, মিজান, সেলিম, কাদির, সুহেল, আলী প্রমুখ।