চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ -৪( চুনারুঘাট -মাধবপুর)নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার মাহবুব আলীর একান্ত প্রচেষ্ঠায় চুনারুঘাটের বিভিন্ন এলাকায় ৮ কিঃ মিঃ সড়ক পাকাকরন হচ্ছে।
গতকাল সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী মোছাব্বির হোসেন বেলাল তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,১)শাকির মোহাম্মদ বাজার হইতে ঢাকা-সিলেট মহাসড়ক পর্যন্ত ২ কিঃমিঃ ২)বড়কোটা হইতে উলুকান্দি সড়ক ১ কিঃমিঃ ৩) আমু সাওতারলেন সড়ক ১ কিঃমিঃ ৪)কালেঙ্গা বনবিভাগ সড়ক ১কিঃ মিঃ ৫) শ্রীবাড়ি -ধারাগাও সড়ক ১ কিঃমিঃ ৬)গাজিপুর ইউনিয়ন অফিস হইতে উছমান পুর মতিউল হকের বাড়ির সড়ক ১.৫ কিঃমিঃ ৭)গাতাবলা হইতে নালমুখ বাজার সড়ক ১ কিঃমিঃ ৮)চাঁনপুর বাজার আর এইচ বি – লস্করপুর সড়ক ১ কিঃমিঃ (মেন্টেনেন্স) পাকাকরনের জন্য অনুমোদন হয়েছে।যাহা কিছু দিনের মধ্যেই টেন্ডার হবে।
এর পুর্বেও তিনি চুনারুঘাট বাসীর জন্য সড়ক ও সেতু মন্ত্রীর কাছ থেকে ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ নিয়ে আসেন।বর্তমানে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ওই সব উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। মাটির মানুষ নামে খ্যাত মাহবুব আলী মানুষের জন্য কাজ করতে চান।
তিনি বলেন,আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেয়েও সেখানে যাননি,তিনি অবহেলিত গ্রামের মানুষের কাছে রয়েছেন।তাদের জন্য একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্টিত করে গেছেন।বাবার আদর্শ নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চান।