বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইন লঙ্ঘনের দায়ে তিন ব্যবসা প্রতিষ্টানে অভিযান চালিয়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন এর নেতৃত্বে উপজেলায় অভিযান পরিচালিত হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি ও মিষ্টির মধ্যে মাছি থাকা, রাস্তার পাশে ঢাকনাবিহীন খাদ্যপন্য বিক্রি এবং খাদ্যপন্যে রং মিশানো এইসব অপরাধের দায়ে আরামবাগ হোটেলকে ৭ হাজার টাকা (স্থান- শ্রীমঙ্গল রোড, মিরপুর)।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি ও মিষ্টির মধ্যে মাছি থাকা, রাস্তার পাশে ঢাকনাবিহীন খাদ্যপন্য বিক্রি ইত্যাদি অপরাধে শামীম সুইট মিটকে ৬ হাজার টাকা (স্থান- চৌমহনা, মিরপুর)।
বিদেশী বলে প্রসাধনী নিজেরা ইচ্ছামত দামে বিক্রি করার দায়ে মহিবুর কসমেটিকসকে ৩ হাজার টাকাসহ (স্থান- কলেজ রোড, মিরপুর) মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।