বানিয়াচং (হবিগঞ্জ)প্রতিনিধি : শিক্ষার্থীদের মধ্যে সততার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বানিয়াচংয়ে “সততা স্টোর” উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে দশটায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্টা করা ওই স্টোরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভুষণ রায়,সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান,সদস্য মো.আবু তাহের,তোফায়েল রেজা সোহেল,সাংবাদিক রায়হান উদ্দিন সুমন,ব্যানবেইস এর সহকারি প্রোগ্রামার সবিনয় ভূষণ পাল,উপজেলা একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাস তালুকদার,শিক্ষার্থী শেখ মারিয়া বকস প্রমুখ।
অনুষ্টানে সভাপতিত্ব করেন মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ। সততা স্টোরের উদ্বোধন শেষে স্টোরের রক্ষিত বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী ঘুরে দেখেন অতিথিবৃন্দ।
জানা যায়,শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত এই সতত স্টোরে কোনো বিক্রেতা থাকবেনা। স্টোরে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র সাধারণ দোকানের মতো এখানো সাজানো অবস্থায় থাকবে। প্রতিটি জিনিসের একটি মূল্য তালিকা টানানো থাকবে। শিক্ষার্থীরা তার প্রয়োজনীয় জিনিসটি নিয়ে সততা স্টোরের রেজিস্টারে তা লিপিবদ্ধ করে স্টোরে রাখা ক্যাশবাক্সের মধ্যে নির্ধারিত মূল্য পরিশোধ করবে। কর্তৃপক্ষ নিয়মিত সততা স্টোরের বেঁচা-কেনা,হিসাব-নিকেশ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিশুকাল থেকেই অর্জন করবে সততার দীক্ষা।